জোকস : সবার সেরা ( পর্ব - ৬)
প্রশ্ন ১০১ : সবার সেরা ' পূজো' ?
উত্তর : পেটপূজা।
প্রশ্ন ১০২: সবার সেরা ' বক ' ?
উত্তর : বকবক।
প্রশ্ন ১০৩ : সবার সেরা ' চল ' ?
উত্তর : চলাচল।
প্রশ্ন ১০৪ : সবার সেরা ' পথ ' ?
উত্তর : ঘুরপথ।
প্রশ্ন ১০৫ : সবার সেরা ' প্রেস' ?
উত্তর : এক্সপ্রেস।
প্রশ্ন ১০৬ : সবার সেরা ' খেলা' ?
উত্তর : ' ছিনিমিনি খেলা '।
প্রশ্ন ১০৭ : সবার সেরা ' বাজ ' ?
উত্তর : তোষণবাজ।
প্রশ্ন ১০৮ : সবার সেরা ' টান '?
উত্তর : টানটান।
প্রশ্ন ১০৯ : সবার সেরা ' চুন ' ?
উত্তর : মুখচুন।
প্রশ্ন ১১০ : সবার সেরা ' আলতা ' ?
উত্তর : দুধে আলতা।
প্রশ্ন ১১১ : সবার সেরা ' চাপ ' ?
উত্তর : চুপচাপ।
প্রশ্ন ১১২ : সবার সেরা ' কামড়ানো ' ?
উত্তর : মাটি কামড়ানো।
প্রশ্ন ১১৩ : সবার সেরা ' তোলা ' ?
উত্তর : কাঁটা তোলা।
প্রশ্ন ১১৪ : সবার সেরা ' চুলা ' ?
উত্তর : ফিসচুলা।
প্রশ্ন ১১৫ : সবার সেরা ' চা '?
উত্তর : কুলচা।
প্রশ্ন ১১৬ : সবার সেরা ' পিছু ' ?
উত্তর : মাথাপিছু।
প্রশ্ন ১১৭ : সবার সেরা ' লিপি ' ?
উত্তর : স্মারকলিপি।
প্রশ্ন ১১৮ : সবার সেরা ' হিম ' ?
উত্তর : হাড়হিম।
প্রশ্ন ১১৯ : সবার সেরা ' জোড় '?
উত্তর : তোড়জোড়।
প্রশ্ন ১২০ : সবার সেরা ' ছানি' ?
উত্তর : হাতছানি।
------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক
দারুন একটি অংশ
ReplyDelete