জোকস: সবার সেরা ( পর্ব -১)




প্রশ্ন - ১ : সবার  সেরা  সূর্য ?
 উত্তর   :  জয়সূর্য।

প্রশ্ন- ২ : সবার  সেরা  চন্দ্র ?
উত্তর    :  অর্ধচন্দ্র।

প্রশ্ন -৩ : সবার  সেরা গ্রহ ?
 উত্তর   :  গলগ্রহ।

প্রশ্ন - ৪ : সবার  সেরা  তারা ?
উত্তর    :  পাঁচতারা।

প্রশ্ন - ৫ :  সবার সেরা পৃথিবী ?
উত্তর   :  অবাক পৃথিবী।



প্রশ্ন - ৬ :  সবার সেরা দেশ ?
উত্তর     : নিরুদ্দেশ।

প্রশ্ন - ৭ :  সবার  সেরা রাজ্য ?
উত্তর    :  নৈরাজ্য।

প্রশ্ন - ৮ :  সবার সেরা জেলা ?
উত্তর     পড়শী জেলা।

প্রশ্ন -৯ : সবার সেরা শহর ?
উত্তর   :  ভূতশহর।

প্রশ্ন - ১০ : সবার  সেরা  গ্রাম ?
উত্তর    : ইন্সটাগ্রাম।



প্রশ্ন - ১১ : সবার  সেরা পাড়া ?
উত্তর     :  মাতাল পাড়া।

প্রশ্ন - ১২  : সবার  সেরা গলি ?
উত্তর        :  অলি গলি।

প্রশ্ন - ১৩ :  সবার সেরা বাজার ?
উত্তর      : রাজা বাজার।

প্রশ্ন - ১৪  :  সবার  সেরা হাট ?
উত্তর    :  নেতারহাট।

প্রশ্ন - ১৫ : সবার সেরা বাড়ি ?
উত্তর     :  বাপের বাড়ি।

প্রশ্ন - ১৬ :  সবার  সেরা ঘর ?
উত্তর    :  শ্বশুর ঘর।

প্রশ্ন -১৭ : সবার সেরা বাসা ?
উত্তর     : ভালবাসা।




-----------------------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক


Comments

Post a Comment

Popular posts from this blog

রম্য রচনা :এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

রম্য রচনা : এক আস্ত ভূতের সাক্ষাৎকার

রম্য রচনা : বিজ্ঞাপনের পাতা