জোকস : সবার সেরা ( পর্ব - ২০)
প্রশ্ন ৩৮১ : সবার সেরা ' ধান ' ?
উত্তর : ঝরা ধান।
প্রশ্ন ৩৮২ : সবার সেরা ' ভাত ' ?
উত্তর : বৌ - ভাত।
প্রশ্ন ৩৮৩ : সবার সেরা ' মুড়ি ' ?
উত্তর : ,ভূতমুড়ি।
প্রশ্ন ৩৮৪ : সবার সেরা খই ?
উত্তর : বিন্নি ধানের খই।
প্রশ্ন ৩৮৫ : সবার সেরা ' চাল ' ?
উত্তর : হালচাল।
প্রশ্ন ৩৮৬ : সবার সেরা ' বটি ' ?
উত্তর : জড়িবটি।
প্রশ্ন ৩৮৭ : সবার সেরা ' তাক ' ?
উত্তর : তুকতাক।
প্রশ্ন ৩৮৮ : সবার সেরা ' পপ ' ?
উত্তর : ললিপপ।
প্রশ্ন ৩৮৯ : সবার সেরা ' দাম ' ?
উত্তর : দরদাম।
প্রশ্ন ৩৯০ : সবার সেরা ' করা ' ?
উত্তর : মশকরা ।
প্রশ্ন ৩৯১ : সবার সেরা ' জোড় ' ?
উত্তর : হাতজোড়।
প্রশ্ন ৩৯২ : সবার সেরা ' চুরি ' ?
উত্তর : লুকোচুরি।
প্রশ্ন ৩৯৩ : সবার সেরা ' কাড়ি'?
উত্তর : কাড়াকাড়ি।
প্রশ্ন ৩৯৪ : সবার সেরা ' গাম ' ?
উত্তর : বেলাগাম।
প্রশ্ন ৩৯৫ : সবার সেরা ' পণ ' ?
উত্তর : প্রাণপণ।
প্রশ্ন ৩৯৬ : সবার সেরা 'বেলা ' ?
উত্তর : কালবেলা ।
প্রশ্ন ৩৯৭ : সবার সেরা ' ধন'?
উত্তর : পরের ধন ।
প্রশ্ন : ৩৯৮ : সবার সেরা ' বালিকা ' ?
উত্তর : মেঘ বালিকা।
প্রশ্ন ৩৯৯ : সবার সেরা ' ঝিম '?
উত্তর : ঝিমঝিম।
প্রশ্ন ৪০০ : সবার সেরা ' মুড়কি ' ?
উত্তর : মুড়িমুড়কি।
-----------------------------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক
অসাধারণ।
ReplyDeleteধন্যবাদ । ভালো থেকো।
Delete