জোকস : সবার সেরা ( পর্ব -৫)




প্রশ্ন  ৭১ :  সবার সেরা ' দণ্ড' ?
উত্তর  :   মেরুদণ্ড।
প্রস্ন   ৭২ : সবার সেরা ' কিল ' ?
উত্তর    :  মুশকিল।
প্রশ্ন  ৭৩ :  সবার  সেরা ' হার ' ?
উত্তর   : উপহার ।
প্রশ্ন  ৭৪ : সবার  সেরা ' পদ ' ?
উত্তর   :  নিরাপদ।
প্রস্ন  ৭৫ :  সবার  সেরা 'জনতা'?
উত্তর    আমজনতা ।




প্রশ্ন  ৭৬ : সবার  সেরা  ' খাড়া '  ?
উত্তর    :  থোড়  বড়ি  খাড়া।
প্রশ্ন  ৭৭ :  সবার  সেরা  ' থোড় ' ?
উত্তর  :  খাড়া  বড়ি  থোড়।
প্রশ্ন  ৭৮ :  সবার  সেরা ভাগ  ?
উত্তর  : পরের  ভাগ।
প্রশ্ন ৭৯ : সবার  সেরা ' শংসা ' ?
উত্তর  : প্রশংসা ।
প্রশ্ন  ৮০ : সবার সেরা ' সাগর ' ?
উত্তর      : ঢেউসাগর।




 প্রশ্ন ৮১ :  সবার  সেরা '  ছায়া ' ?
উত্তর    বিরহের  ছায়া।
প্রশ্ন  ৮২ : সবার সেরা' আলো' ?
উত্তর   :  প্রেমের আলো।
প্রশ্ন  ৮৩ :  সবার সেরা' নিয়ম' ?
উত্তর  :  কালের নিয়ম।
প্রশ্ন  ৮৪ : সবার সেরা ' কার' ?
উত্তর   : একাকার।
প্রশ্ন  ৮৫ : সবার  সেরা ' রাগ ' ?
উত্তর  :  চিরাগ।





প্রশ্ন ৮৬ :  সবার সেরা ' পাক '?
উত্তর   :  ঘুরপাক।
প্রশ্ন  ৮৭ :  সবার  সেরা 'নদ' ?
উত্তর    :  মসনদ।
প্রশ্ন  ৮৮ : সবার  সেরা ' নদী ' ?
উত্তর  :  ছোটনদী।
প্রশ্ন  ৮৯:  সবার  সেরা'  'ভাঙা' ?
উত্তর   :  জোট ভাঙা।
প্রশ্ন  ৯০ :  সবার সেরা' ঘড়ি' ?
উত্তর  : তড়িঘড়ি।





প্রশ্ন  ৯১ :  সবার  সেরা ' শালা' ?
উত্তর   :  পানশালা।
প্রশ্ন  ৯২ : সবার  সেরা ' শালী' ?
উত্তর    :  সম্পদশালী।
প্রশ্ন  ৯৩ : সবার  সেরা ' ভারী ' ?
উত্তর   : রাশভারী।
প্রশ্ন  ৯৪ :  সবার সেরা ' মামা ' ?
উত্তর  :  কানামামা।
প্রশ্ন ৯৫ : সবার সেরা ' পাকানো' ?
উত্তর   :  ঘোট পাকানো।




প্রশ্ন  ৯৬ : সবার সেরা  ' গোল ' ?
    উত্তর :  গন্ডগোল।
প্রশ্ন ৯৭ :  সবার  সেরা ' মাল'?
উত্তর   : গোলমাল।
প্রশ্ন ৯৮ : সবার  সেরা ' রেখা'?
উত্তর       : লক্ষনরেখা।
প্রস্ন  ৯৯ : সবার  সেরা ' চর '?
উত্তর  : গুপ্তচর।
প্রশ্ন ১০০ :  সবার সেরা 'বন  ' ?
উত্তর     :  কচুবন।



-------------------------------
রচনা :  ডঃ গৌতম কুমার মল্লিক।

Comments

Post a Comment

Popular posts from this blog

রম্য রচনা :এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

রম্য রচনা : এক আস্ত ভূতের সাক্ষাৎকার

রম্য রচনা : বিজ্ঞাপনের পাতা