জোকস : সবার সেরা ( পর্ব - ১৮)
প্রশ্ন ৩৪১ : সবার সেরা ' উঁচু ' ?
উত্তর : নাক উঁচু।
প্রশ্ন ৩৪২ : সবার সেরা ' ঠান্ডা ' ?
উত্তর : হাত -পা ঠান্ডা।
প্রশ্ন ৩৪৩ : সবার সেরা ' ,হেঁট ' ?
উত্তর : মাথাহেঁট।
প্রশ্ন ৩৪৪: সবার সেরা ' সুটি ' ?
উত্তর : খুনসুটি।
প্রশ্ন ৩৪৫ : সবার সেরা ' পট ' ?
উত্তর : ঝটপট।
প্রশ্ন ৩৪৬ : সবার সেরা ' বেশী '?
উত্তর : ছদ্মবেশী।
প্রশ্ন ৩৪৭ : সবার সেরা ' হানি ' ?
উত্তর : হানাহানি।
প্রশ্ন ৩৪৮ : সবার সেরা ' Gold ' ?
উত্তর : City Gold.
প্রশ্ন ৩৪৯ : সবার সেরা ' মিলি '?
উত্তর : ঝিলিমিলি।
প্রশ্ন ৩৫০ : সবার সেরা ' ভাটা ' ?
উত্তর : ইটভাটা ।
প্রশ্ন ৩৫১ : সবার সেরা ' মাফ ' ?
উত্তর : সাতখুন মাফ।
প্রশ্ন ৩৫২ : সবার সেরা ' ফায়ার '?
উত্তর : হায়ার এন্ড ফায়ার।
প্রশ্ন ৩৫৩ : সবার সেরা ' দাস ' ?
উত্তর : দলদাস ।
প্রশ্ন ৩৫৪ :সবার সেরা ' চুমুক ' ?
উত্তর : গড়চুমুক।
প্রশ্ন ৩৫৫ : সবার সেরা ' ফুড়া'?
উত্তর : বানফুড়া।
প্রশ্ন ৩৫৬ : সবার সেরা ' ধাঁধানো '?
উত্তর : চোখধাঁধানো।
প্রশ্ন ৩৫৭ : সবার সেরা ' হুড়ো '?
উত্তর তাড়াহুড়ো।
প্রশ্ন ৩৫৮ : সবার সেরা ' হুড়ি ' ?
উত্তর : হুড়োহুড়ি।
প্রশ্ন ৩৫৯ : সবার সেরা 'গুন'?
উত্তর : গুন গুন।
প্রশ্ন ৩৬০ : সবার সেরা ' ভন্ড '?
উত্তর : লন্ডভন্ড।
----- -- -- -------- ---- -
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক।
Comments
Post a Comment