জোকস : সবার সেরা ( পর্ব - ১২)





প্রশ্ন ২২১ : সবার  সেরা ' কুলি '?
উত্তর     : কাদাকুলি ।

প্রশ্ন ২২২ :  সবার  সেরা  ' আনা ' ?
উত্তর    :  ষোল আনা ।

প্রশ্ন  ২২৩ : সবার  সেরা 'ফেরা' ?
উত্তর   :  ঘোরাফেরা।

প্রশ্ন  ২২৪  :  সবার সেরা ' চাড়া' ?
উত্তর   :  মাথাচাড়া ।

প্রশ্ন  ২২৫  :  সবার  সেরা  ' কাদা '?
উত্তর    :  জলকাদা ।





প্রশ্ন ২২৬  :  সবার  সেরা  ' কদম ' ?
উত্তর   :  জোরকদম।

প্রশ্ন ২২৭ :  সবার  সেরা ' দারু '?
উত্তর   :  দেবদারু ।

প্রশ্ন  ২২৮ :  সবার  সেরা ' ডাক '?
উত্তর     :  নিশির ডাক।

প্রশ্ন  ২২৯ :  সবার  সেরা ' পাকড় ' ?
উত্তর     :  ধরপাকড় ।

প্রশ্ন ২৩০ : সবার সেরা ' ছড়ি ' ?
উত্তর   :  ছড়াছড়ি ।





প্রশ্ন ২৩১ : সবার সেরা ' ঝুঁটি ' ?
উত্তর    :  চুলের ঝুঁটি।

প্রশ্ন  ২৩২  :  সবার  সেরা '  মুঠি '?
উত্তর   :   চুলের  মুঠি।

প্রশ্ন  ২৩৩:  সবার  সেরা ' পুল '?
উত্তর   :  লিভারপুল।

প্রশ্ন  ২৩৪ : সবার  সেরা  ' জল '?
উত্তর  :  ঘোলা জল ।

প্রশ্ন  ২৩৫ : সবার সেরা ' ওলা ' ?
উত্তর    :  শ্যাওলা ।





প্রশ্ন  ২৩৬ :  সবার  সেরা 'পাত ' ?
উত্তর      প্রাণপাত।

প্রশ্ন  ২৩৭ : সবার সেরা ' নিউজ ' ?
উত্তর   :  ব্রেকিং  নিউজ।

প্রশ্ন  ২৩৮  :  সবার  সেরা ' কনে '?
উত্তর      :  কনকনে ।

প্রশ্ন  ২৩৯  : সবার  সেরা ' ছুড়ি ' ?
উত্তর   :  ছোড়াছুড়ি।

প্রশ্ন  ২৪০ : সবার  সেরা ' ছোড়াছুড়ি ' ?
উত্তর   :  কাদা ছোড়াছুড়ি।



-–----------------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক

Comments

  1. এককথায় দুর্দান্ত! শব্দ নিয়ে এমন মজার খেলা সত্যিই ভিন্নরকম আনন্দ দেয়। খুব বুদ্ধিদীপ্ত ও মনোরঞ্জক উপস্থাপনা।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

রম্য রচনা :এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

রম্য রচনা : এক আস্ত ভূতের সাক্ষাৎকার

রম্য রচনা : বিজ্ঞাপনের পাতা