রম্য রচনা : বিজ্ঞাপনের পাতা

 



                          পাত্রী চাই


তাম্বুলী,২৮+,৬'২",সুস্বাস্থ্যের অধিকারী, সুদর্শন অর্ধশিক্ষিত, কর্মবিমুখ, ইঁচড়ে পাকা, ফুটনিবাজ, দাবীহীন পাত্রের জন্য একমাত্র সন্তান পাত্রী চাই। পাত্র ঘর জামাই থাকতে আগ্রহী।ধর্ম,বর্ণ, গোত্র, ও বয়সে কোন বিধিনিষেধ নেই।পাত্রী নয়, পিতার সম্পত্তি -ই একমাত্র বিবেচ্য। সত্ত্বর যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানা ;
সুযোগ দে
প্রযত্নে  সুখ দে
গ্রাম : অলসপাড়া
ডাক : ধান্দাপুর
জেলা : স্ফূর্তিনগরী



                       হারানো-প্রাপ্তি- নিরুদ্দেশ


গত শনিবার কলহ নগরীর কেঁদো পুকুরের পাড়ের একটি কুচলা গাছের কোটরে একটি ক্ষত- বিক্ষত হৃদয় কুড়াইয়া পাইয়াছি।হৃদয়ের উপরে লাভ চিহ্নের ছবি  আঁকা এবং মাঝখানে একটি গোলাপের কাঁটা ফুটানো অবস্থায় আছে। বর্তমানে উহা আমার ডিপফ্রিজে রাখা আছে।উপযুক্ত প্রমাণ সহ লইয়া গেলে বাধিত হইবো, অন্যথায় কেচলিয়ে কেছ্যা কেলেঙ্কারি না করায় ভাল ।
যোগাযোগের ঠিকানা ; দাম্পত্য  পতি
অবৈধ পাড়া
গ্রাম +,ডাক ------- কলহ নগরী
জেলা ---------- আবেগপুর



                     মানি ভিটামিন

আপনি কি অর্থার্ল্পতায়  ভুগছেন ? তাহলে ঘুমিয়ে না থেকে একটু জেগে উঠুন।ডঃ মানি বাতানুকূল ঘরে বসে অর্থার্ল্পতা  কাটানোর নানা পথ বাতলাচ্ছেন।হাতের কাছের এমন সুযোগ হাতছাড়া করবেন ? মানি ভিটামিনের স্পর্শে আপনার গাল  চুকচুক করুক।
যোগাযোগের ঠিকানা : ডঃ  মানি
চিটফান্ড প্রাইভেট লিমিটেড
হাওয়া-হাওয়া ভবন
১৩,ঠকবাজ রোড
লুটেপুটেলিয়া



                         ঋণ

মাসিক ৩০% সুদে টাকা ধার দিয়ে থাকি।মূলধনের আশা করি না।শুধু মাসে মাসে সুদ শোধ দিলেই চলবে।
যোগাযোগের ঠিকানা : মিস্টার  মহাজন
সুদখোর  ভবন
১ নং কালোবাজার পাড়া
শোধন নগরী।


                      অভিনয়
         ঢপকম ফিল্ম  ইনস্টিটিউট

বিশ্বাস করুন।একদম ঢপ নয়।আমরা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী তৈরী -ই  করি না,সুযোগও দিই।আমাদের এখানে অভিনয় শিখে অসংখ্য শিল্পী করে কম্মে খাচ্ছেন।মিস হেদী,মিস ফেতি, মিস চুনচুনি, মিস উচকপালী, হাঁদাকুমার,কুমার অবশ ,কুমার উস্কোখুস্কো, কুমার ভ্যবলা,মিস চ্যামটি আর কতজনের নাম বলব।সময় নষ্ট না করে সরাসরি যোগাযোগ করুন।আপনার কষ্ট যে কাটবে তা জলের মত স্পষ্ট।
যোগাযোগের ঠিকানা : মিস্টার ঘুঘুনন্দন খান
৩১, ফুটুনিমারা লেন
লোফার গঞ্জ
গ্ল্যামারপুরী



                   বুঝে সুঝে ক্যাটারার


গাল থেকে হাত নামান।আমাদের সহযোগিতার হাত বাড়িয়েই রেখেছি। অপেক্ষা শুধু আপনার ডাকের।' ধর তক্তা মার পেরেক'পদ্ধতিতে আমরা ঝাঁপিয়ে পড়ে কার্যোদ্ধার করি। পৈতে, বিয়ে, জন্মদিন, মুখেভাত, বিবাহবার্ষিকী, বৌ-ভাত, শ্রাদ্ধ এমনকি আপনার শখের কুকুরের শ্রাদ্ধ কিংবা বেড়ালের বিয়েতেও সহাস্যে পরিবেশন  করে থাকি।আমরা ' ফেল কড়ি মাখো তেল ' সিস্টেমের প্রতি আস্থাশীল হওয়ায় একটি কথাই বার বার বলি --------
" পয়সা যেমন তেমন মাল
কোং দায়ী নয় হলে বেসামাল।'

যোগাযোগের ঠিকানা : পেটুক মাল
হাঁড়িভাঙা পাড়া
গ্রাম +,ডাক ------- ছেঁচড়াপাড়া
জেলা ---------- উদরপুর


                    আবেদন

গত বছর সরস্বতী পূজায় সক্রিয় অংশগ্রহণ এবং সহাস্যে চাঁদা প্রদানের জন্য পন্ডিতপাড়া এলাকার বাসিন্দাদের ফানটুস ক্লাবের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন।গত বছরের ন্যায় এবছরও ফানটুস ক্লাব সরস্বতী পূজা ও এক বিরাট সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করছে।আসছেন নৃত্য জগতের আলোড়ন সৃষ্টিকারী মিস সুড়সুড়ি।এ বিপুল ব্যয়ভার বহনে আপনাদের সহযোগিতা পাবো এই আশায় সকলের সুবিধার্থে গত বছরের তুলনায় ২৫শতাংশ চাঁদা বৃদ্ধি করা হয়েছে। পন্ডিতপাড়া  নিবাসী সকল বাসিন্দাদের ফানটুস ক্লাবের তরফ থেকে অনুরোধ জানানো হইতেছে যে পূজার অন্ততঃ দশদিন আগে নিজ নিজ চাঁদা অতি অবশ্যই ফানটুস ক্লাবে এসে জমা দিয়ে যাওয়ার, নতুবা কোন অঘটন ঘটলে ফানটুস ক্লাবের সদস্যরা দায়ী থাকিবেন না।

                                     ধন্যবাদান্তে
                        সম্পাদক, ফানটুস  ক্লাব
                ৪২০ নং, রাম প্যাদানী  লেন
                            পণ্ডিতপাড়া


                       সংগীতকলা
        উঠকো ইনস্টিটিউট অফ মিউজিক

এখানে যত্ন সহকারে সঙ্গীত শিল্পী বানানো হয়।দু বছরের কোর্স।শিক্ষান্তে ক্যাসেট করার সুবর্ণ সুযোগ।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী মিস নকলি, মিস রিমেকি, মিস কণ্ঠী, কুমার আকন্ঠ, ও কুমার ঝিনচাক আমাদের ইনস্টিটিউটের-ই  প্রোডাক্ট। আসুন শুনে নিই সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টিকারী মিস নকলি কি বলেন।

মিস নকলি ---- গান তো দূরের কথা,ভাল করে কথাই বলতে পারতাম না।ভাগ্যিস এখানে চান্স পেয়েছিলাম।
প্রথম ক্যাসেটেই ' স্টোন ডিস্ক'।

সুতরাং নো চিন্তা ডু স্ফূর্তি।আপনি কি ছাগলের মতো ভ্যাবাতে পারেন,তাহলেই চলবে।বাকীটা আমাদের দায়িত্ব।আমরা কথা দিচ্ছি আপনাকে তৈরি করে নেব ই নেব।আমরা বিশ্বাস করি " আপনার মূলধন আমাদের মুনাফা'। তবে দেরি কেন ? আজ -ই যোগাযোগ করুন।
যোগাযোগের ঠিকানা : ফাটকা দাম
অধ্যক্ষ, উঠকো ইনস্টিটিউট অফ মিউজিক
অন্ধকারপাড়া, দালালী মোড়
বারতলা


--------------------------------
রচনা :  ডঃ গৌতম কুমার মল্লিক

বি: দ্র:
আমার লেখা এই রম্য টি প্রথম প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে মানভূম সংবাদে।




Comments

Post a Comment

Popular posts from this blog

রম্য রচনা :এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

রম্য রচনা : এক আস্ত ভূতের সাক্ষাৎকার