জোকস : সবার সেরা ( পর্ব -১৪)
প্রশ্ন ২৬১ : সবার সেরা ' ,ফাঁদ ' ?
উত্তর : ঘুঘুর ফাঁদ।
প্রশ্ন ২৬২ : সবার সেরা ' টলা ' ?
উত্তর : টলটলা।
প্রশ্ন ২৬৩ : সবার সেরা ' পাত্র ' ?
উত্তর : মুখপাত্র।
প্রশ্ন ২৬৪ : সবার সেরা ' কান ' ?
উত্তর : পাঁচকান।
প্রশ্ন ২৬৫ : সবার সেরা ' মগ '?
উত্তর : ডগমগ।
প্রশ্ন ২৬৬ : সবার সেরা ' বেঁকে '?
উত্তর : টেরেবেঁকে ।
প্রশ্ন ২৬৭ : সবার সেরা ' খেঁচড়া ?
উত্তর : আধখেঁচড়া ।
প্রশ্ন ২৬৮ : সবার সেরা ' কালো'?
উত্তর : জমকালো।
প্রশ্ন : ২৬৯: সবার সেরা ' বাট' ?
উত্তর : ঠাটবাট।
প্রশ্ন ২৭০ : সবার সেরা ' ভেট ' ?
উত্তর : প্রাইভেট।
প্রশ্ন ২৭১ : সবার সেরা 'বস' ?
উত্তর : উঠবস।
প্রশ্ন ২৭২ : সবার সেরা ' কানি ' ?
উত্তর : চুলকানি।
প্রশ্ন ২৭৩ : সবার সেরা ' ফুল '?
উত্তর : পাওয়ার ফুল।
প্রশ্ন ২৭৪ : সবার সেরা ' রেশন ' ?
উত্তর : জেনারেশন।
প্রশ্ন ২৭৫ : সবার সেরা ' কুচি '?
উত্তর : নিকুচি।
প্রশ্ন ২৭৬ : সবার সেরা ' দাঁড়া ' ?
উত্তর : শিরদাঁড়া।
প্রশ্ন ২৭৭ : সবার সেরা ' টাকি' ?
উত্তর : টুকিটাকি।
প্রশ্ন ২৭৮: সবার সেরা ' ছল ' ?
উত্তর : ছল ছল।
প্রশ্ন ২৭৯ : সবার সেরা ' কল ' ?
উত্তর : কলকল।
প্রশ্ন ২৮০ : সবার সেরা ' ,জল '?
উত্তর : জলজল।
---------------------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক
Comments
Post a Comment