জোকস : সবার সেরা ( পর্ব - ১৩)
প্রশ্ন ২৪১ : সবার সেরা ' সুতো '?
উত্তর : বিনিসুতো।
প্রশ্ন ২৪২ : সবার সেরা ' চর্চা ' ?
উত্তর : পরচর্চা।
প্রশ্ন ২৪৩ : সবার সেরা ' নিন্দা ' ?
উত্তর : পরনিন্দা ।
প্রশ্ন ২৪৪ : সবার সেরা ' সফর ' ?
উত্তর : হামসফর।
প্রশ্ন ২৪৫ : সবার সেরা ' পেস্ট '?
উত্তর : কপিপেস্ট।
প্রশ্ন ২৪৬ : সবার সেরা 'মন ' ?
উত্তর : শুভমন।
প্রশ্ন২৪৭ : সবার সেরা ' নৌকা ' ?
উত্তর : কেয়া পাতার নৌকা।
প্রশ্ন ২৪৮ : সবার সেরা ' চড় ' ?
উত্তর : ' চড়চড় ।
প্রশ্ন ২৪৯: সবার সেরা ' ঘুরা '?
উত্তর : মালাঘুরা।
প্রশ্ন ২৫০ : সবার সেরা ' বৈশাখী ' ?
উত্তর : কালবৈশাখী।
প্রশ্ন ২৫১ : সবার সেরা ' দানা '?
উত্তর : নকুল দানা।
প্রশ্ন ২৫২ : সবার সেরা ' কুট '?
উত্তর : কালকূট।
প্রশ্ন ২৫৩: সবার সেরা ' পর ' ?
উত্তর : স্বার্থপর।
প্রশ্ন ২৫৪ : সবার সেরা ' বাহানা ' ?
উত্তর : টালবাহানা।
প্রশ্ন ২৫৫: সবার সেরা ' বাগান ' ?
উত্তর : মোহনবাগান।
প্রশ্ন ২৫৬ : সবার সেরা ' ফিস ' ?
উত্তর : ফিসফিস।
প্রশ্ন ২৫৭ : সবার সেরা ' ইট ' ?
উত্তর : টুইট।
প্রশ্ন ২৫৭ : সবার সেরা ' বড় ' ?
উত্তর : টপকে বড়।
প্রশ্ন ২৫৮: সবার সেরা ' ঝামেলা '?
উত্তর : উঠকো ঝামেলা।
প্রশ্ন ২৫৯: সবার সেরা ' চক ' ?
উত্তর : চকচক।
প্রশ্ন ২৬০ : সবার সেরা ' কুচে ' ?
উত্তর : কুচকুচে।
----------------------------- -
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক।
খুব সুন্দর হায়েছে সাহেব।
ReplyDeleteভালো থেকো।
ReplyDelete