জোকস : সবার সেরা (পর্ব - ১০)




প্রশ্ন  ১৮১ :  সবার  সেরা  ' পাকা ' ?
উত্তর     :  ইঁচড়ে পাকা।

প্রশ্ন  ১৮২  :   সবার  সেরা  ' কানা '?
উত্তর   :  তালকানা।

প্রশ্ন  ১৮৩  :  সবার  সেরা  ' বন্ধ ' ?
উত্তর    :  মুখবন্ধ।

প্রশ্ন  ১৮৪  :  সবার  সেরা ' আউট ' ?
উত্তর     :  নক- আউট।

প্রশ্ন  ১৮৫ :  সবার  সেরা ' ,নড়া' ?
উত্তর      :  টনক নড়া।





প্রশ্ন  ১৮৬ :  সবার সেরা ' দোষ ' ?
উত্তর   :  আলুর দোষ।

প্রশ্ন ১৮৭ :  সবার  সেরা ' ভর ' ?
উত্তর    :  দিনভর।

প্রশ্ন  ১৮৮ :  সবার  সেরা ' বদ্ধ:?
উত্তর   :  নথিবদ্ধ।

প্রশ্ন  ১৮৯ :  সবার  সেরা  ' মুক্ত '?
উত্তর    :  করমুক্ত।

প্রশ্ন  ১৯০ : সবার  সেরা ' ফেরা '?
উত্তর  :  ঘোরাফেরা।





প্রশ্ন ১৯১: সবার  সেরা ' গোনা ' ?
উত্তর  :  আনাগোনা।

প্রশ্ন  ১৯২ : সবার  সেরা ' কাল' ?
উত্তর      :  নাকাল।

প্রশ্ন ১৯৩ :  সবার সেরা ' মেট'' ?
উত্তর   :  হেলমেট।

প্রশ্ন ১৯৪ :  সবার সেরা ' চুর ' ?
উত্তর     :  ভাঙচুর।

প্রশ্ন  ১৯৫  :  সবার  সেরা  'ওড়া' ?
উত্তর    :  ঘুম  ওড়া।




প্রশ্ন  ১৯৬ :  সবার সেরা ' ডিম '?
উত্তর   :  পক্ষীরাজের  ডিম।

প্রশ্ন  ১৯৭ :  সবার  সেরা ' ঘোড়া ' ?
উত্তর    :  পাগলা ঘোড়া।

প্রশ্ন  ১৯৮ : সবার  সেরা  ' রেল '?
উত্তর    :  জাঁদরেল।

প্রশ্ন ১৯৯  :  সবার সেরা ' মুলুক'?
উত্তর     :  মগের  মুলুক।

প্রশ্ন  ২০০ : সবার  সেরা ' বার '?
উত্তর     :  মাসকাবার।


---------------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক


Comments

Popular posts from this blog

রম্য রচনা :এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

রম্য রচনা : এক আস্ত ভূতের সাক্ষাৎকার

রম্য রচনা : বিজ্ঞাপনের পাতা