জোকস : সবার সেরা (পর্ব - ৯)
প্রশ্ন ১৬১ : সবার সেরা' সঙ্কেত: ?
উত্তর অশনিসঙ্কেত।
প্রশ্ন ১৬২ : সবার সেরা 'বর' ?
উত্তর : যাযাবর।
প্রশ্ন ১৬৩ : সবার সেরা ' যোগ ' ?
উত্তর ; জলযোগ।
প্রশ্ন ১৬৪ : সবার সেরা ' প্রস্থ ' ?
উত্তর : ইন্দ্রপ্রস্থ।
প্রশ্ন ১৬৫ : সবার সেরা ' চার ' ?
উত্তর : নেচার।
প্রশ্ন ১৬৬ : সবার সেরা ' দা ' ?
উত্তর : রামদা।
প্রশ্ন ১৬৭ : সবার সেরা 'কলা ' ?
উত্তর : ছলা - কলা।
প্রশ্ন ১৬৮ : সবার সেরা ' পয়েন্ট ' ?
উত্তর : ভিউ পয়েন্ট।
প্রশ্ন ১৬৯ : সবার সেরা ' টান ' ?
উত্তর : টানটান।
প্রশ্ন ১৭০ : সবার সেরা ' কারী ' ?
উত্তর : উপকারী।
প্রশ্ন ১৭১ : সবার সেরা ' কোন ' ?
উত্তর : নোজ কোন।
প্রশ্ন ১৭২ : সবার সেরা ' হ্যাচ'।
উত্তর : সাইড হ্যাচ।
প্রশ্ন ১৭৩ : সবার সেরা ' রুম '?
উত্তর : মাশরুম।
প্রশ্ন ১৭৪ : সবার সেরা ' মুন '?
উত্তর : হানিমুন।
প্রশ্ন ১৭৫ : সবার সেরা ' বসা '?
উত্তর : নড়েচড়ে বসা।
প্রশ্ন ১৭৬ : সবার সেরা ' প্রশাসন ' ?
উত্তর : মাথাভারী প্রশাসন।
প্রশ্ন ১৭৭ : সবার সেরা ' কড়া ' ?
উত্তর : হাতকড়া।
প্রশ্ন ১৭৮ : সবার সেরা ' উন্নয়ন ' ?
উত্তর : ,দুয়ারে উন্নয়ন।
প্রশ্ন ১৭৯ : সবার সেরা ' কিনি ',?
উত্তর : ছিটকিনি।
প্রশ্ন ১৮০ : সবার সেরা ' কুলুপ'?
উত্তর : মুখে কুলুপ।
----------------------------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক
খুব ভালো লাগলো।
ReplyDeleteধন্যবাদ।
ReplyDelete