রম্য রচনা : এ সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস



( বাঁকুড়া খ্রিস্টান কলেজ মাঠে আয়োজিত বাঁকুড়া বইমেলা ২০০৭ কে মনে রেখে রচিত)
    (২৬ শে ডিসেম্বর ২০০৭ - ১ লা জানুয়ারি ২০০৮)


সূর্যোদয় :  যার যা কাজ সে নিজেই করুক।সব ব্যাপারে নাক না গলানোই ভাল। শুধু এটুকু জেনে রাখুন সূর্য উঠুক  বা না উঠুক সকাল হবেই।আপনি নিরাপদে বেলা ৮ টা পর্যন্ত লেপের ভেতরে অবস্থান করুন।মনে রাখবেন লেপে ঢোকা যত সহজ বেরোনো কিন্তু তত নয়।


সূর্যাস্ত : ওটা সূর্যের হাতেই ছেড়ে দিন।এ সপ্তাহের প্রতিদিন একবার করে সন্ধ্যে নামবেই।


তাপমাত্রা :  প্রতিদিন বেলা ১ টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা পুস্তক ডিগ্রি সেন্টিগ্রেড  এবং রাত্রি  ৮ টার পর থেকে বেলা বেলা ১ টা পর্যন্ত সর্বনিম্ন বইশূন্য ডিগ্রি সেন্টিগ্রেড।


আপেক্ষিক আর্দ্রতা : মেলার ভিড়ে হঠাৎ কারো দেখা প্রেমিক মনকে আর্দ্র করতে পারে।সবই মায়া।নিজেকে শুষ্ক রাখতে যুক্তি নির্ভর হোন। প্রয়োজনে  আইনস্টাইন সাহেবের আপেক্ষিক তত্ত্বের কথা স্মরণ করুণ।পাঁচকান করে আপেক্ষিক আর্দ্রতা বাড়িয়ে ব্যাপারটাকে জল করবেন না।হয় বুকের মাঝের ডিপফ্রিজে বেদনাকে জমিয়ে নিরেট বরফ করুন নতুবা  হা - পিত্যেশ মিশিয়ে ' সবই তাঁর ইচ্ছে: ব্র্যান্ডনেমে মার্কেটে ছেড়ে দিন।



বৃষ্টিপাত :  বৃষ্টিপাত হোক বা না হোক প্রতিটি স্টলের বইগুলির উপর দৃষ্টিপাত করুন।


কুয়াশা : সূর্যের  আলো যেমন কুয়াশা দূর করে তেমনি  জ্ঞানের আলো মন থেকে সমস্ত কু - আশা দূর করে ।বই কিনুন,বই পড়ুন।বই উপহার দিন।মুক্ত মনের অধিকারী হোন।


মেঘ : আপনার মনের কোনে কু- সংস্কারের কালো মেঘ জমে থাকলে যুক্তি তর্ক ও বিজ্ঞান ভিত্তিক বই পড়ে তা দূর করুন।


ঝড় : সংস্কৃতি মঞ্চের সামনে চাদরে হাত ঢুকিয়ে চুপচাপ বসে থাকবেন না।হাততালির ঝড় তুলুন।হাততালির এই ঝড় নাট্যশিল্পী, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী, আবৃত্তিকার ও কবিদের উৎসাহিত করবে। মনে রাখবেন আপনাদের উৎসাহ -ই ওদের এগিয়ে চলার পথের পাথেয়।



জোয়ার - ভাটা : এই সপ্তাহের প্রতিদিন বেলা ১টা থেকে রাত্রি ৮ টা পর্যন্ত খ্রিস্টান কলেজ মাঠ জনজোয়ারে ভাসবে। কেউ কেউ বলছেন ১ লা জানুয়ারি ২০০৮ জনজোয়ার সুনামীর আকার ধারণ করতে পারে।সতর্কতা হিসেবে পুস্তকপ্রেমীরা তাদের পছন্দমত বইগুলি কিনে ফেলুন নতুবা আফসোসের সীমা পরিসীমা থাকবে না।


-------------------------
রচনা : গৌতম কুমার মল্লিক

বি : দ্রঃ
আমার এই লেখাটি প্রথম প্রকাশিত হয়েছিল 'সংবাদ ক্যানভাসে, ১ লা জানুয়ারি,২০০৮ সালে।


Comments

Post a Comment

Popular posts from this blog

রম্য রচনা :এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

রম্য রচনা : এক আস্ত ভূতের সাক্ষাৎকার

রম্য রচনা : বিজ্ঞাপনের পাতা