অণু রম্য : সন্ধান চাই





অতি সম্প্রতি মুখমন্ডল ফাঁড়ি এলাকার ঠোঁটপল্লীর মাঝের ফাঁক পাড়ার ৩২/২ পাটি লেনের নিজস্ব বাড়ি থেকে হাঁড়িমুখে নিখোঁজ হয়েছেন হাসি।পিতার নাম সুখ আনন্দ ও মাতা শান্তিময়ী দেবী।


বিবরণ : নিখোঁজ হওয়ায় সময় পরনে ছিল ' মলিন বসন ' কোম্পানির ফ্যাকাশে রঙের পোশাক।


বয়স : সঠিক জানা নেই।এ সম্পর্কে নানা মুনি নানা মত পোষণ করেন।


গায়ের রঙ : ঝলমলে।
প্রিয় খাদ্য : আবেগ।


বিশেষ চিহ্ন : আড়চোখে তাকালে বাঁ চোখের তারায় আলতো পটলচেরা দাগ।


মাতৃভাষা : প্রাণখোলা। তাছাড়াও হি-হি, হো - হো,মুচকি, অট্ট,মাপা,আঁতেল, গোঁফেল, ও টোল ভাষাতেও চোস্ত।


পছন্দের স্থান :  গালের টোল,ঠোঁটের কোণ, মুগ্ধচোখ,রসিকমন,কাতুকুতু,লাজুক ঠোঁট।



নিখোঁজ হওয়ার আগে বেশ কিছুদিন যাবৎ মানসিক অবসাদে ভুগছিলেন।চিকিৎসকেরা বলেছেন মানসিক অবসাদের কারণ পাগলামি নয়।কারা যেন তার মনের দুয়ারে তালা দিয়ে চাবিকাঠি নিয়ে চলে যাওয়ার তিনি বেশ কিছুকাল প্রিয় খাদ্য আবেগ না পাওয়ার হতাশায় দুর্দশাগ্রস্থ মাত্ৰ।কেউ সন্ধান দিতে পারলে একমুখ মুক্তোঝরা হাসি পুরস্কার হিসেবে দেওয়া হবে।



সন্ধান জানাবার ঠিকানা : স্পেশাল সুপারিনটেনডেন্ট অফ মাইন্ড, এম আই ডি ( মাইন্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট), হৃদয় ভবন, ক্যালের কাছে --১০১

বি : দ্রঃ
বাইপাস সার্জারি জংশন থেকে মাত্ৰ পাঁচ লাবডুব  হাঁটাপথ ।নিলয় কমপ্লেক্সের পশ্চিমে ও অলিন্দ এপার্টমেন্টের পূর্বে।


----///-------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক

Comments

Post a Comment

Popular posts from this blog

রম্য রচনা :এক ব্যস্ত মানুষের সাক্ষাৎকার

রম্য রচনা : এক আস্ত ভূতের সাক্ষাৎকার

রম্য রচনা : বিজ্ঞাপনের পাতা