রম্যরচনা : রাহুনাশজী আসছেন
( রাহুনাশজী একটি কল্পিত চরিত্র)
আনন্দ সংবাদ ! আনন্দ সংবাদ!
আপনাদের শহরে আপনাদের সুবিধার্থে আপনাদের হাতের কাছের 'ওমুক' লজে মাত্র তিনদিনের জন্য আসছেন জ্যোতিষশাস্ত্রে আলোড়ন সৃষ্টিকারী জ্যোতিষ সম্রাট, জ্যোতিষ গুরু,জ্যোতিষ প্রভাকর, জ্যোতিষ বাচস্পতি, তন্ত্রসিদ্ধ মহাসাধক, তন্ত্রভৈরব, বাস্তুবিদ এবং জ্যোতিষ এর বিভিন্ন শাখায় বিভিন্ন ধরণের ধাতুর অসংখ্য পদক প্রাপ্ত এবং আরো আরো আরো অনেককিছু বাবা রাহুনাশজী।সঠিক গণনা ও নির্ভুল প্রতিকারের জন্য মানুষের মুখে মুখে একটি কথা- ই ঘোরে :--------
' সব জ্যোতিষী বার বার , রাহুনাশজী একবার ''
প্রচারবিমুখ রাহুনাশজী বলেন ' আমি জ্যোতিষ গবেষক মাত্র '।আর তাই তিনি সহজেই বলতে পারেন ' ভাগ্য লেখেন বিধাতা পুরুষ, জ্যোতিষী দেখান পথ
আস্থা রেখে সস্থাদরে পূর্ণ করো মনোরথ।'
রাহুনাশজী বিনারত্নে অসম্ভবকে সম্ভব করেন।দৈবকার্য্য দ্বারা শ্লেষ্মা থেকে কেচ্ছা, আমাশয় থেকে গর্ভাশয়, পাগলামি থেকে ছ্যাবলামী, তোতলামি থেকে মাতলামি যে কোন রোগ হইতে সুস্থ করেন।তবে তিনি মনে করেন মানুষের জীবনে এমন কিছু সমস্যা আসে যা সম্পূর্ণ আলাদা ধরণের এবং যার সমাধান সম্ভব একমাত্র তন্ত্রশাস্ত্র মাধ্যমে ই।রত্ন ব্যতীত মাদুলি, কবচ, যন্ত্রম ছাড়া মুক্তিলাভের পথ নেই। মানুষের কল্যানার্থে রাহুনাশজীর আশীর্বাদ ধন্য শাস্ত্রীয় নিয়মে তৈরি মাদুলি কবচ পাওয়া যায় যা মানুষকে বিতর্কিত সমস্যা থেকে মুক্তিলাভে সহায়তা করে। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত ঘরে তৈরি Latest Model এর মাদুলি/ কবচ ধারণ করে নিজেকে বিপদমুক্ত করুন। বহুল প্রশংসিত মাদুলি/ কবচগুলির গুনাগুন খনার বচনের মত মানুষের মুখে মুখে ঘুরে।
১। ব্যর্থ প্রেম জোড়া লাগাতে অব্যর্থ ফল
প্রজাপতিকম মাদুলির এমনি গ্যাঁড়াকল।
২। মন্দাভাব কাটে উঠে না ব্যবসা লাটে
বাটখারাকম মাদুলি ধুয়ে জল খাও প্রভাতে।
৩। মন বসে না পড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়
সরস্বতীকম মাদুলী এসব রোগ সারায়।
৪। হতাশ কেন ? হয় নি বিয়ে।
জল খাও ছাদনা - কম কবচ ধুয়ে।
৫। বশীকম কবচে শুনি পরস্ত্রী হয় বশ
কলঙ্ক পড়বে চাপা যাবে না নাম যশ।
৬। গ্রহে শান্তি গৃহে শান্তি
কাটায় যত ভুল ভ্রান্তি।
আস্থা নিয়ে আসুন।সস্থায় সুফল পাবেন।আজ - ই যোগাযোগ করুন।
বি: দ্র:
(১) রাহুনাশজী ১০১/- টাকার কমে হাতে হাত দেন না।
(২) রাহুনাশজী কৃত বিভিন্ন রাজনৈতিক নেতা, আমলা, মন্ত্রী ,অভিনেতা, অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, ফুটবলার, ক্রিকেটার, দালাল ও মাফিয়ার ভবিষ্যৎবাণী যে একশো ভাগ সঠিক এ সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই।তালিকা এত দীর্ঘ যে কারও নাম প্রকাশ করা সম্ভব হল না।কেননা রাহুনাশ জী মনে করেন কিছু মানুষের নাম প্রকাশ করে অন্যদের মনে দুঃখ দেওয়ার কোন অধিকার তাঁর নেই।
----------;---------------
রচনা : ডঃ গৌতম কুমার মল্লিক
বি: দ্রঃ
আমার লেখা এই রম্য রচনাটি প্রথম প্রকাশিত হয়েছিল ২০১১ সালে পোর্টব্লেয়ার, আন্দামান থেকে
প্রকাশিত দ্বীপবাসর পত্রিকার শারদ সংখ্যায়।
Very nice
ReplyDeleteধন্যবাদ।ভালো থেকো।
Deleteখুব খুব সুন্দর
ReplyDeleteধন্যবাদ।ভালো থাকবেন।
Deleteখুব ভালো।
ReplyDeleteধন্যবাদ।
Delete